বার্তা ডেস্ক: করোনায় দীর্ঘ ৯ মাস দেশে থাকার পর এবার কলকাতায় উড়াল দিয়েছেন জয়া আহসান। বুধবার রাতে ঢাকা থেকে কলকাতার যোধপুর পার্কে নিজের বাড়িতে এসেছেন জয়া। দেখা পেয়েছেন জানলার ওপারের দেবদারু গাছের। এতটা সময় কলকাতাকে ছেড়ে থাকেননি তিনি। এই করোনার সময়ে পুরনোকে খুঁজে দেখতে গিয়ে, কলকাতার বাড়ির ছবি দেখতে গিয়ে বৃষ্টির মাঝে কলকাতাকে বারবার খুঁজছেন তিনি। জয়া বলেন, ‘কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয় আর। ঢাকা যদি হয় শেকড়, কলকাতায় আমি আমার ডালপালা মেলেছি।’
শুক্রবার থেকে বাওয়ালি রাজবাড়িতে শুরু করেছেন একটি জুয়েলারি ব্র্যান্ড-এর বিজ্ঞাপনের শ্যুটিং। পরিচালক নীল দাশগুপ্ত এর আগেও বহু নামী আন্তর্জাতিক ও ভারতীয় ব্র্যান্ডের বিজ্ঞাপন বানিয়েছেন। এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২৪ বছর ধরে কাজ করছেন তিনি। বিজ্ঞাপনের শ্যুটিংয়ের পুরো বিষয়টি জয়াকে বুঝিয়ে দেন পরিচালক নীল দাশগুপ্ত। জয়া কান, গলা, হাত ও আঙুলে হীরের গয়নায় সেজে বাওয়ালি রাজবাড়িতে ক্যামেরার সামনে দাঁড়ান। এ সময় কালো শাড়িতে হীরের গয়নায় সেজে মোহময়ী হয়ে ওঠেন জয়া আহসান।
সংবাদ টি পড়া হয়েছে :
৪৭ বার