তাহিরপুরে যাদুকাটা নদীতে ডুবে জবি ছাত্রের মৃত্যু
তাহিরপুর – তাহিরপুর উপজেলার পর্যটন খ্যাত যাদুকাটা নদী দেখতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার না জাহিদ হাসান মৃদুল (২৪)। সে ঢাকা জেলার সাভার থানার আলী হায়দারের ছেলে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমএ ফাইনাল বর্ষের পরক্ষার্থী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঢাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রসহ তারা ১২ বন্ধু সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী, টাঙ্গুয়া হাওর, ও শহীদ সিরাজী লেক (নিলাদ্রীলেক) দেখতে আসেন। গতকাল সকালে তাহিরপুর সদর থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ১২ বন্ধু উপজেলার বিভিন্ন পর্যটন স্পট দেখে সীমান্ত নদী যাদুকাটা দেখতে যান।