ফাইল ছবি
তাহিরপুর ::তাহিরপুরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৮ শতক জমির লাউ গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ন্যাক্কার জনক ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের কৃষক আব্দুল হেকিমের লাউগাছের চারা জমিতে। এতে কৃষকের প্রায় অর্ধলক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায় , উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের কৃষক আব্দুল হেকিম দেশীয় পদ্ধতিত্বে বাড়ির পাশে ৮ শতক জমিতে লাউ গাছের চারা রোপন করেন। রোপন করার পর কয়েক দফা বন্যায় একবার তা নষ্ট হয়ে যায়। বন্যার পানি কমার পর তিনি আবার লাউ গাছের চারা রোপন করেন এ জমিতে। ধীরে ধীরে রোপণকৃত লাউ গাছ চারা গুলোতে ফলন আসতে শুরু করে। আর মাত্র কয়েক দিনের মধ্যেই লাউ ধরার সম্ভাবনা ছিলো। কিন্ত মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব শ্রুতার জের ধরে দুর্বৃত্তরা কৃষকের প্রায় শতাধিক লাউ গাছের চারা গুড়া থেকে কেটে ফেলে।
কৃষক হতদরিদ্র আব্দুল হেকিম জানান, মঙ্গলবার দিবাগত রাতে আমার ৮ শতক জমির ফলানো শতাধিক লাউগাছ কেটে ফেলেছে দৃবৃত্তরা। কয়েক দফায় বন্যায় আর এবার গাছ কেটে ফেলায় আমরা ৫০/৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমার গ্রমের কিছু মানুষের সাথে আমার মামলা মোকাদ্দমা চলছে । আমার ধারণা প্রতিপক্ষরাই এ কাজটি করতে পারে। পুরানঘাট গ্রামের এনাম উদ্দিন তালুকদার বলেন, এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। যে বা যারাই এই গরীব কৃষকের লাউ গাছ কেটে দিয়েছে তা খুব জঘন্য কাজ করেছ। তাহিরপুর থানার অফিসার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ টি পড়া হয়েছে :
৫১ বার