তাহিরপুরে সুজনের স্মারকলিপি প্রদান ও কমিটি গঠন
তাহিরপুরে সুজন- সুশাসনের জন্য নাগরিক তাহিরপুর উপজেলা কমিটির পক্ষ থেকে “হাওর বাচাঁও কৃষক বাচাঁও” শিরোনামে উপজেলার সবকটি হাওরের বোরো ফসল রক্ষার্থে বাঁধ নির্মাণ,নির্মাণ কৌশল ও এর রক্ষনাবেক্ষন ্িবষয়ে দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলপি প্রদান শেষে তাহিরপুর সদর মধ্য বাজার সুজন অস্থায়ী কার্য্যালয়ে সুজনের তাহিরপুর সদর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সুজন তাহিরপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া। এ সময় তিনি বলেন,প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন,কিন্তু জনগণ তাদের এই মালিকানা হারিয়ে ফেলেছে একদল স্বার্থান্বেষী ব্যাক্তির কাছে। এ সকল ব্যাক্তিরা হয়েছে প্রভু আর জনগন যেন তাদের আজ্ঞাবহ করুনার পাত্র। মতবিনিময় সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন সুজন সুনামগঞ্জ জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সাঈদ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুজন তাহিরপুর উপজেলা সাধারন সম্পাদক বাহা উদ্দিন,সহ-সভাপতি নুরুল হুদা,ছয়ফুল আলম, সুজন সদস্য ইসতিয়াক আহমদ,এনামুল হক এনাম, মোশারফ হোসেন,হুসাইন শরিফ বিপ্লব,নজরুল ইসলাম,প্রভাষক রেজা তালুকদার প্রমুখ। সভায় বক্তারা স্মারকলিপিতে উল্লেখিত হাওরের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।