তাহিরপুরে মরা নদী থেকে হাত-পা মূখ বাঁধা অবস্থায় নব-বিবাহিত বর সোয়েব মিয়ার হত্যা মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্য রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত থাকার অপরাধে ২ আসামীকে গ্রেফতার কওে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার বালিজুড়ি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮) ও হিমেল মিয়া (২৫)। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিহতর বড় ভাই সুহেল মিয়া বাদী হয়ে বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের ৮ জনকে সন্দেহভাজন আসামী করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার আসামীরা হলেন, আব্দুল গোলাপ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আকিকুল হক, হিমেল, সানিম, আলি আহসান এমরুজ, আব্দুল আলিম ও তানিম। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, নিহতর বড় ভাই সুহেল মিয়া ৮ জনকে আসামী করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে নব বিবাহিত সোয়েব মিয়ার হাত, পা-মুখ বাঁধা লাশ মরা নদী থেকে উদ্ধার করে পুলিশ ও স্বজনরা। সোয়েব মিয়া উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস শহীদ ওরফে শুকুর মিয়ার ছেলে। সোমবার রাত ছিল সোয়েব মিয়ার বাসর রাত। কিন্তু তার আর বাসর করা হলো না। গত রবিবার বালিজুড়ি গ্রামের আব্দুনুরের মেয়ের সঙ্গে একই গ্রামের সোয়েব মিয়ার বিয়ে হয়েছিল। সোমবার দিনে ছিল তার বৌভাত। সোমবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বাড়িতে সোয়েব মিয়া কে না পেয়ে বাড়ির পিছনে মরা নদীর ঘাটে তার স্যান্ডেল দেখতে পায় স্বজনরা। নদীর ঘাটে সোয়েবের স্যান্ডেল দেখতে পেয়ে নদী থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ও স্বজনরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn