তাহিরপুর ::  তাহিরপুর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ,নাসির বিড়ি,বিয়ার,গাঁজা আটক করেছে বিজিবি । যার আনুমানিক মূল্য ৮লক্ষাধিক টাকা। বিজিবি জানায়,২৫সেপ্টেম্বর বুধবার ভোর রাতে চাঁনপুর বিওপির টহলদল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান থেকে ১৮৬ বোতল ৭৫০ মিলি অফিসার চয়েস ভারতীয় মদ। যার মূল্য প্রায় ৩ লক্ষ ৭২ হাজার টাকা। ৪২ হাজার নাসির বিড়ি যার মূল্য প্রায় ৫৮ হাজার ৮ আটশত টাকা। ৪৬বোতল বিয়ার (৭৫০ মিলি)যার মূল্য প্রায় ৯২ হাজার টাকা ও ৪কেজি গাঁজা যার মূল্য প্রায় ৪৮ হাজার টাকার মাদক জব্দ করা হয়। এসব অবৈধ ভাবে আসা বিভিন্ন মালামাল আটক করা হলেও আটক করা হয় না এর সাথে জরিত ও তাদের গড ফাদাররা।মালামাল আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন,সীমান্তে কঠোর নজরদারী রয়েছে। কাউকেই কোন ছাড় দেওয়া হবে না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn