তাহিরপুর-জামালগঞ্জের কৃষক-জেলেদের মাঝে শামীমা শাহরিয়ার
জামালগঞ্জের ভীমখালি, নোয়াগাও, বাহাদুরপুর, মৌলিনগর, চানবাড়ি এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, আমার তো কোন ক্ষমতা নাই। সরকারী কোন অবস্থানেও নাই। তবুও আমার প্রিয় জনগনের একটাই বক্তব্য, আপনি শুধু আমাদের দেখে যান, আমাদের কথাগুলি বলে যান। আর আমি বলেই যাচ্ছি। কেউ শুনুক বা না শুনুক। তিনি জেলার বিভিন্ন হাট-বাজার থেকে অবৈধ ডাবল-ওয়ে টোল আদায় বন্ধ করতে বলেন। তিনি বলেন, অভিযোগ পাওয়া যাচ্ছে জাল, নৌকা, গৃ্হস্থালি সরঞ্জাম, গরু-ছাগল প্রভৃতির ক্রেতা এবং বিক্রেতা উভয় দিক থেকে টোল নেয়া হচ্ছে। প্রিয় এলাকাবাসীর এই অভিযোগ যদি সত্যি হয়, তবে তা বন্ধ করতে হবে। তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইর প্রতি অনুরুধ জানা্ন হাটবাজারে টোল আদায়ের রেট লিখে সাইনবোর্ড টানানো্র জন্য। কেউ যাতে একই পণ্যের দুইবার বা অতিরিক্ত টোল আদায় করতে না পারে। তিনি এ ব্যাপারে সকল জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সংবাদমাধ্যম, সুশীলশমাজের পর্যবেক্ষন কামনা করেন।