অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘আমরা হাজার বছর ধরে অন্ধকারে ছিলাম, ৭১ সালে বঙ্গন্ধুর ডাকে সারা দিয়ে আমাদের দেশের আপামর জনসাধারণ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশকে স্বাধীন করেছিলেন। এখন আমরা স্বাধীন জাতি। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। ঘরে-ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোকিত করে যাচ্ছি।’  শনিবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শান্তিপুর গ্রামের মাঠে শান্তিপুর-হুলারভিটা, বাবনগাঁও, দুর্বাকান্দা গ্রামে পল্লী বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।  শান্তিপুর গ্রামের প্রবীণ মুরব্বী তাহির আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম,  পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ুম, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক নুর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জেবিবি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাই জায়গীরদার রাজ মিয়া, ইউপি সদস্য ছাইদুল ইসলাম, সদস্যা সুপ্রভা রাণী দাস সহ প্রমূখ।  অপরদিকে বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার টাইলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn