দক্ষিণ সুনামগঞ্জে দেড়‘শ মিটার রাস্তার জন্যে ২০ হাজার মানুষ দুর্ভোগে
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির চলমান দুর্ভোগের চিত্র। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, পাগলা থেকে বীরগাঁও ব্রীজ পর্যন্ত বিটুমিনের পাকা সড়ক রয়েছে। গ্রামের ভেতরেও আরসিসি ঢালাই দেয়া সড়ক রয়েছে। কেবলমাত্র এই একদেড়‘শ মিটার সড়কের জন্যে তাদের এতো ভোগান্তি। দীর্ঘদিন ধরে সড়কে মাটি ফেলে উঁচু করা পাকাকরণের দাবি করে আসলেও স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের উদাসীনতায় কাজের কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। আগামী শুষ্ক মৌশুমে রাস্তাটিতে মাটি ফেলে পাকা করণের দাবি জানান তারা। স্থানীয় বাসিন্দা মিছকন আলী বলেন, মাত্র একদেড়‘শ রাস্তার জন্যে মানুষের কষ্টের শেষ নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা এ দেখেও না দেখার বান করছেন। ভোটের সময় ভোট ভিক্ষা চান আর কাজের সময় তাদের পাত্তাই পাওয়া যায় না। বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজি মিয়া বলেন, আমিসহ বিদ্যালয়ের পাঁচ জন শিক্ষক প্রতিদিন সুনামগঞ্জ থেকে আসি। এই একটু খানি রাস্তার দুর্ভোগ পোহাতে হয়। এলাকবাসী দুর্ভোগ কমাতে রাস্তাটি উঁচু করে পাকা করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, রাস্তাটির দুর্ভোগের কথা আমার জানা। সাময়িকভাবে পথচারীদের চলাচলের সুবির্ধাতে পরিকল্পনা মন্ত্রী কিছু বরাদ্দ দিয়েছিলেন কংক্রীট ফেলার জন্যে। আগামীতে বীরগাঁও থেকে বীরগাঁও বাজার পর্যন্ত রাস্তার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে। যা মন্ত্রী মহোদ্বয়ের নজরে আছে। আশা করছি এলাকবাসীর দুর্ভোগ লাঘব হবে।