দল গোছাতে গিয়ে নতুন ঝামেলায় বিএনপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল নেতাদের সক্রিয় করতে দিয়ে বেকায়দায় পড়েছে দলটি। সাংগঠনিক সক্ষমতা বাড়াতে জেলায় জেলায় কর্মীসভায় নানা সমস্যা দেখা দিচ্ছে। দল সুসংগঠিত হওয়ার পরিবর্তে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে কোন্দল। দলের পরস্পরবিরোধী গ্রুপগুলো সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আর কোন্দলের কারণে কোনো কোনো জেলায় কর্মীসভা না করেই কেন্দ্রীয় নেতাদের ফিরে আসতে হচ্ছে। দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা না থাকায় তৃণমূল পর্যায়ে বিএনপির কোন্দল লক্ষ্য করা যায়নি। কিন্তু দল গোছানোর জন্য যখনই জেলায় জেলায় কর্মিসভা করা শুরু হয় তখনই দলের প্রতিপক্ষ গ্রুপগুলোর মধ্যে শুরু হয়ে যায় কোন্দল ও সংঘাত-সংঘর্ষ।
গত কয়েক বছর নানামুখী চাপ ও মামলার ভয়ে দলীয় কার্যক্রম থেকে বিএনপির তৃণমূল পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মী নিজেদের গুটিয়ে রাখে। কেউ কেউ দীর্ঘদিন রাজপথ ছেড়ে অনেকটা স্বেচ্ছা অবসরে ছিলেন। এখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা সকৃয় হয়ে উঠেছেন। তারা আগেভাগে সাংগঠনিক পদ-পদবি রক্ষা করতে এবং নিজেদের অবস্থান সুদৃঢ় রাখতে সক্রিয় হয়ে উঠেছেন। তাই কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফরকে কেন্দ্র করে দলের পরস্পরবিরোধী নেতাকর্মীদের শক্তি প্রদর্শনের মহড়া চলছে। আর এ কারণেই উভয় গ্রুপের মধ্যে বেধে যাচ্ছে সংঘর্ষ।
সূত্র মতে, দলীয় নেতাদের কোন্দলের কারণে ইতোমধ্যেই চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর, ঝিনাইদহ ও নীলফামারীসহ বেশ কটি জেলায় বিএনপির কর্মিসভা প- হয়েছে। এ পরিস্থিতিতে আরও ক’টি জেলায় কর্মিসভা করার কাজ স্থগিত করা হয়েছে। বাগেরহাট জেলার নতুন কমিটি ঘোষণা করা হলেও এ কমিটিকে চ্যালেঞ্জ করে বিএনপির ২ নেতা পদত্যাগ করেছেন।
২ মে চট্টগ্রাম মহানগরের নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির কর্মীসভার আয়োজন করা হয়। কিন্তু কর্মীঅসভাকে কেন্দ্র করে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই নেতার আধিপত্য কেন্দ্র করে এ সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়। এ সময় কেন্দ্রীয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। কর্মিসভা পণ্ড হয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে যান বিএনপির কেন্দ্রীয় নেতারা।
একই দিনে ঝিনাইদহ শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে কর্মীসভা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ছাড়া সম্প্রতি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা বিএনপি কার্যালয়ে কর্মিসভায় দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে।