‘দিরাইয়ে পরিবারের খরচ যোগানোর চিন্তায় দিশেহারা কৃষক তারা মিয়া’
পরিবারের ৮ জন সদস্য নিয়ে পরিবার পরিচালনার চিন্তায় ভেঙ্গে পরেছেন তারামিয়া। পরিবারে একমাত্র উপার্জনকারি তারা মিয়া। তারা মিয়া বলেন- ‘আমরা কৃষক কৃষিকাজ করে পরিবার চালাই। আর আমাদের জমি গুলোতে বছরে একবার মাত্র ফসল ফলানো যায়। এখানে ছয় মাস পানি আর বাকি ছয় মাস শুকনো মৌসুম। তাছাড়া এখানে বিকল্প কোন কর্মের ব্যবস্থা নেই। তারা মিয়া বলেন একমাত্র নির্ভরশীল যে ফসলের উপর তা হারিয়ে আমি নি:স্ব হয়ে গেছি। তিনি বলেন যতোদিন যাচ্ছে আমার পরিবারে অভাব ততো প্রকট হয়ে উঠছে। এলাকার একজন বয়স্ক লোকের সাথে কথা বললে তিনি বলেন- ফসল নির্ভরশীল কৃষকরা ফসল হারিয়ে বড্ড বিপাকে পরে গেছে। তিনি আরোও বলেন গ্রামের অনেক কৃষক গ্রাম ছেড়ে কাজের সন্ধানে শহরে চলে গেছে। ভাটি দল গ্রামের অপু চৌধুরী বলেন- আমাদের গ্রামের মানিক তালুকদার, স্বপন দাস, অমল তালুকদার, সুরঞ্জিত দাস, শৈলেন তালুকদার, রাধিকা পুরকায়স্থ, দেবাশীষ চৌধুরী পেটের ক্ষুধা নিবারনে ভিটা বাড়িঘর ছেড়ে স্বপরিবারে ঢাকা চলে গেছেন।