দিরাই-শাল্লা উপনির্বাচন সিংহের গর্জনে আতঙ্কিত নৌকা সমর্থকরা
একে কুদরত পাশা-
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন এর সিংগের গর্জনে আতঙ্কিত হয়ে পড়ছেন আওয়ামীলীগের নৌকার সমর্থকরা। দিরাই-শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্তের কুঁড়েঘর, কবুতর ও নৌকামার্কার নির্বাচনে এতো গনসংযোগ বা দেশের বিভিন্ন এলাকা থেকে এতো নেতা আসতে দেখেননি কেউ। সাধারণ ভোটাররা মনে করছেন সিংহের গর্জনে আতঙ্কিত হয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে দলেদলে নেতারা আসছেন দিরাই-শাল্লায়।
দিরাই-শাল্লা উপনর্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়সেনগুপ্ত। তিনি সুরঞ্জিত সেনের স্ত্রী হলেও দিরাই-শাল্লায় তার কোন বিচরণ ছিলো না। স্বামীর নির্বাচনের সময় আসতেন দিরাইর বাসায়। আওয়মীলীগের কিছু নেতা কর্মী হয়তো উনাকে চিনতো কিন্তু দিরাই-শাল্লার মানুষের কাছে জয়সেন একজন অপরিচিত মহিলা। নির্বাচনী এলাকায় অপরিচিত জনকে মনোনয়ন দিয়ে বেকায়দায় পরে আওয়ামীলীগ।
জয়া সেনের সাথে একমাত্র প্রতিদ্ব›দ্ধী ছায়েদ আলী মাহবুব হোসেন ও এলাকায় অপরিচিত। তিনি একজন প্রবাসী। এলাকার কোন মানুষের সাথে তার পরিচিতিনেই। দুই অপরিচিত প্রার্থী নিয়ে ভোটারদেও মধ্যে ও কোন আগ্রহ ছিলোনা। হঠাৎ কওে সুরঞ্জিত সেনগুপ্তের চিরপ্রতিদ্বব›দ্ধী নাছির উদ্দিন চৌধুরী নির্বাচনকে সামনে রেখে দিরাই-শাল্লা উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কর্মী সভা আহ্বান করেন। কর্মীসভায় তিনি নেতাকর্মীদেও নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে নির্দেশদেন। সাথে সাথে সরগরম হয়ে উঠে নির্বাচনী মাঠ।
দিরাই-শাল্লা নির্বাচনী মাঠে আওয়ামীলীগের কাছে স্বতন্ত্র প্রার্থী কোন বিষয় ছিলোনা এখন নাছির চৌধুরীকে মোকাবেলা করতে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন দিরাইতে। ইতোমধ্যে নির্বানী এলাকায় গণসংযোগ করতে দেখা যায়, মুহিবুর রহমান মানিক এমপি, এম এ মজিদ খান এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন, আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুল, কৃষকলীগের কেন্দ্রীয় নেত্রী শামীমা শাহারিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক রঞ্জিত সরকার, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু মিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের গণ-যোগাযোগ উপ বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম ফায়সাল, সুনামগঞ্জ জেলা ছাত্ররীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ, সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাদারন সম্পাদক সঞ্জয় চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু ছালিম সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা নির্বাচনী গণসংযোগে আসছেন প্রতিদিন।