ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অফিস সহকারী দেলোয়ার হোসেনকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। স্ত্রীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার দেলোয়ার হোসেনকে আগামী রবিবারের (১২ মে) মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘দেলোয়ার দুই বছর আগে দূতাবাসে যোগ দিয়েছিলেন। এখন তাকে আগামী ১২ মে’র মধ্যে ঢাকায় ফিরে যেতে হবে।’ তিনি আরও  বলেন, ‘দেলোয়ার হোসেন ঢাকায় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন এবং তাকে স্ত্রীসহ ফেরত যেতে বলেছে যুক্তরাষ্ট্র।’

উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে দেলোয়ারের বিরুদ্ধে তার স্ত্রী যুক্তরাষ্ট্রের পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের সত্যতা পেয়েছে কর্তপক্ষ। বাংলাদেশ দূতাবাসও একটি তদন্ত কমিটি গঠন করে এবং অভিযোগের  সত্যতা খুঁজে পায়। পরে নিজেদেরকে রক্ষা করার জন্য স্বামী-স্ত্রী দুজনেই বিরোধ মিটিয়ে ফেলেছে বলে মুচলেকা দিলেও যুক্তরাষ্ট্র সরকার তাদেরকে সেদেশে থাকতে দিতে রাজি হয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn