দেশে প্রবাসীদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে: এম এ মান্নান
অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন – প্রবাসীদের বিনিয়োগের জন্য দেশে সুষ্টু বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ উচ্চ আয়ের দেশে পরিণত হয়েছে। প্রবাসীদের বিনিয়োগের জন্য তাঁদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। সিলেট থেকে ৭৭৭ বিমান অচিরেই ছেড়ে যাবে। এজন্য রানওয়ের উন্নয়ন কাজ শুরু হয়েছে। তিনি নগরীর মেজরটিলাস্থ আয়শা-তামিম প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আয়শা তামিম প্লাজার চেয়ারম্যান আলহাজ্ব নূর মিয়ার সভাপতিত্বে ও মহাব্যবস্থাপক এম জামান চৌধুরী তসলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অর্থপ্রতিমন্ত্রী আরো বলেন-সিলেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা দৃষ্টি রয়েছে। নেত্রী সম্মানের চোখে সিলেট কে দেখে থাকেন। এখন সুসময়, একতাব্ধ হয়ে বিভেধ ভুলে দেশকে এগিয়ে নেয়ার সময়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো.লালা , ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, হযরত শাহজালাল (রহ,)’র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম আহমদ, ইসলামপুরস্থ ওয়ান ব্যাংকের ম্যানাজার শাফনাত আদিল, শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন,যুক্তরাজ্যের যুবলীগ নেতা তারিফ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক আহমদ সিদ্দিকী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি শামসুল ইসলাম। এর আগে প্রতিমন্ত্রী আয়শা-তামিম প্লাজার ফ্লক উন্মোচন করেন।অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান -আয়শা -তামিম প্লাজার মহাব্যবস্থাপক এম জামান তসলিম, ডাইরেক্টর মিরাজ মিয়া, মিলাদ মিয়া, হেলাল মিয়া । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -ব্যাবসায়ী আতাউর রহমান, কাপ্তান মিয়া চৌধুরী ,সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ইসলামপুরের ম্যানাজার জাবেদ আহমদ , বিশিষ্ট রাজনীতিবীদ মঈনূল ইসলাম আবুল, আবুল কালাম ফনিক, মোমিন আহমদ, বিশিষ্ঠ ব্যাবসায়ী আফজাল কবির সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ।