দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আপন ফুপাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারালেন মামাতো ভাই আব্দুল খালিকের (৪০) নামের এক ব্যাক্তি। নিহত আব্দুল খালিকে দোয়ারা বাজার উপজেলার উত্তর ওস্তেনেরগাঁও এলাকার ময়না মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ফুপাতো ভাই সুমন মিয়ার সাথে দুই শতক জমি নিয়ে বিরোধ চলছিল আব্দুল খালিকের। সেই বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে একটি পারিবারিক সালিশ বসানো হয়। এ সময় সুমন দা দিয়ে খালিকের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় খালিককে প্রথমে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি। এ ঘটনায় ঘাতক সুমন মিয়াসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, দুই শতক জায়গার বিরোধ নিয়ে এঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জরিত সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০) ও আলী হোসেনসহ (২৬) পাঁচজনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ টি পড়া হয়েছে :
১৩০ বার