রাজধানীর পল্লবী থেকে একসঙ্গে তিন কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় আজ শুক্রবার পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ তিন ছাত্রীর একজনের মা। এ সময় ওই তিন শিক্ষার্থীর পরিবার অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ নারী পাচার চক্রের প্রলোভনে তারা বাসা থেকে বের হয়ে গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তরিকুল নামের এক ব্যক্তিসহ দুজনকে আটক করা হয়েছে।’

নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার থেকে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসা, পল্লবী ডিগ্রি কলেজ শিক্ষার্থী কানিজ ফাতেমা ও দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী স্নেহা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কলেজ ড্রেস পরে তারা বাসা থেকে বের হয়। যাওয়ার সময় প্রত্যেকে বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn