তাহিরপুর :: সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, যারা নদীর পাড় কাটে তারা যত শক্তিশালীই হোক রেহাই পাবে না। নদী না বাঁচলে আমরাও বাঁচতে পারবো না। তাই আমাদের প্রয়োজনেই নদীকে বাঁচিয়ে রাখতে হবে। কোনভাবেই নদীর পাড় কাটা যাবে না। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে তাহিরপুর সীমান্তবর্তী যাদুকাটা নদীর পাড়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। সমাবেশে যাদুকাটা নদী তীরের জনগন নদীর পরিবেশ রক্ষা এবং নদীর পাড় কাটা বন্ধের জন্য দাবি জানান। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান, তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর। এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মোশারফ হুসেন তালুকদার, বাদাঘাট সরকারী কলেজের অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, আব্দুল হাই মাস্টার প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn