দক্ষিন সুনামগঞ্জ উপজেলার নাম বদল নিয়ে ফেসবুকে ঝড় বইছে। কিছুদিন হল,বিতর্কটি দানা পাকিয়ে অসত্থের রূপ নিতে চলেছে। এমন একটি বিষয় নিয়ে বিতর্ক টানা-হেচরা চলছে যা,সাধারণ মানুষের কল্যানে কোন কার্যকর ভুমিকা রাখতে পারবে না। নাম বদলের নামে ব্যক্তির সামাজিক উত্থান এবং যে কোন ভাবেই হউক একটি বিষয়কে দলা-পাকিয়ে জিত পাওয়ার লক্ষন বেশী পরিলক্ষিত হচ্ছে। কানা ছেলের নাম পদ্ধলোচন রেখে দিলেই কি সে দেখতে পাবে ? যারা নাম বদলের বিষফোড়া তৈরী করে অহেতুক বিতর্ক ছড়িয়ে দিচ্ছেন তারা সবাই পরিপক্ষ নন্দিত নেতা হিসাবে জানি। তাঁদের থেকেই শিখেছি! যে কোন আন্দোলন,হইচই জনগনের স্বার্থ দেখেই করতে হয়। যে আন্দোলনে জনগণের স্বার্থ নেই,সম্পৃক্ততা নেই সে দাবী আদায়ের উসকানি কোন উদ্যেশ্যে, কার স্বার্থে ? না কী, নামটা শেষ পর্যন্ত ডুংরিয়া কিন্বা আমরিয়া পর্যন্ত গড়িয়ে নেবার নাটক মঞ্চস্ত হচ্ছে ? তার চেয়ে অধীক দাবী রাখে “মান্নান নগর” হতে। কারণ, উন্নয়ন কী তা এই মহত ব্যক্তির দ্বারাই আমরা দেখতে পেয়েছি। সামান্যতম কৃতজ্ঞতাবোধ থাকলে, আমাদের অন্তরে, দক্ষিন সুনামগঞ্জের প্রতিটি বেদীতে মন্ত্রীমহুদয়ের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। মন্ত্রীমহুদয় না চাইলে সেটাও আমাদের মান্য করা কর্তব্য। দক্ষিন সুনামগঞ্জ নাম বদল করে শান্তিগঞ্জ বা অন্য যে কোন নাম রাখা হলে আমাদের সাধারণ জনগণের লাভটা কী ? লাভ কিছুই নেই! শুধু ব্যক্তিকেন্দ্রিক আত্বতুষ্টি ছাড়া। “মান্নান নগর” হলে অন্তত আমরা কৃতজ্ঞতার দায় থেকে মুক্তি পেতে পারি। কৃতজ্ঞতার দায় সুযোগ পেলে অবশ্যই তা পরিশোধ করতে হয়। নামবদলের সুযোগ যখন আছে, কৃতজ্ঞতার ঋণ শুধ করার বিষয়টিও চিন্তা করা উচিত। যতদুর জানি, সুবিধা বঞ্চনার আন্দোলন থেকেই দক্ষিন সুনামগঞ্জ নামে নতুন উপজেলার জন্ম হয়। আমরা সুনামগঞ্জের মুল অংশ বিশেষ ছিলাম। সদর থেকে পৃথক হয়েছি মাত্র। সুনামগঞ্জ হল আমাদের শেকড়, নাম বদল করে তার থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারব না। আমাদের জেলা সুনামগঞ্জ। জেলার সাথে অনুরূপ নামের পরিপুর্ণ মর্যাদা অন্য কোন নামে হতেই পারে না। এক মায়ের পেটের ভাই,ভাই পৃথক হয় নিজের সুবিধা মত চলার জন্য। তাই বলে কী ভাই,ভাই নিজ পরিচয় মুছে দেবার লড়াইয়ে অবতির্ন হয় ? আমার কাছে মনে হচ্ছে,আমাদের পথপ্রদর্শক নেতারা আমাদের রেকর্ডিও পরিচয় মুছে দালিলীক পরিচয়ে ডিমোটেড করার নেতৃত্বে অবতির্ণ হয়েছেন। যা,সাধারণ মানুষের কাম্য নয়। সুনামগঞ্জের ইতিহাস ঐতিহ্যের সাথে আমাদের অংশদারিত্বের মর্যাদাকে নামান্তরের মাধ্যমে নিশ্চিহ্ন করার অপপ্রয়াশে জোর প্রতিবাদ জানাচ্ছি। দেশের একমাত্র সৎ যোগ্য নেতা,বাংলাদেশের অহংকার,ভাটি বাংলার সিংহপুরুষ পরিকল্পনা মন্ত্রী জ্বনাব আব্দুল মান্নান মহুদয়ের কাছে বিনীত অনুরুধ,অযাচিত এ নামান্তর বিষয়ে আপনার হস্তক্ষেপই সুন্দর সমাধান দিতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। নয়ত গণভোট চাই।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn