দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তথ্য প্রদানকারীর পরিচয় পুলিশ গোপন রাখবে বলে জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের ঘোষণা অনুযায়ী, নাশকতাকারীতের তথ্য প্রদানকারীকে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
ওই ক্ষুদে বার্তায় পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর বলেছেন, সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তবে পুলিশের কাছে যে তথ্য দেবেন তার পরিচয় গোপন রাখা হবে।
সংবাদ টি পড়া হয়েছে :
১১৫ বার