নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ও বিতর্কিত সামাজিক নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে সপ্তাহব্যাপী সহিংস বিক্ষোভে ৩৪ জন প্রাণ হারিয়েছে। গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। দেশটিতে ১৮ এপ্রিল থেকে ব্যাপক বিক্ষোভ সহিংসতা চলছে। খবর সিনহুয়া’র। ওর্তেগার পেনশন সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের এই শক্ত অবস্থান। এ সংস্কারের আওতায় অবসরকালীন ভাতার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের বেতন থেকে কর্তনের পরিমাণ বাড়ানো হবে। ব্যাপক বিক্ষোভ সহিংসতার মুখে ওর্তেগা সোমবার তার এই সংস্কার পরিকল্পনা বাতিল করলেও সহিংসতা চলছে। সিনহুয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn