নিপুণ অভিনীত প্রথম চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি!
তাঁর সম্পূর্ণ নাম নাসরিন আক্তার নিপুণ। অবশ্য দর্শকদের বেশিরভাগই তাঁকে শুধু নিপুণ নামেই চেনেন। এক নামেই চেনেন। দর্শক হৃদয়ে তাঁর প্রবেশ ঘটে আরও ১১ বছর আগে।
ছবি:অভিনেত্রী নিপুণ।
২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। অভিনয় প্রতাপে বিনোদনামোদী দর্শকদের মাতিয়ে রেখেছেন একই ঐকতানে।
ছবি:অভিনেত্রী নিপুণ।
নিপুণ অভিনীত প্রথম ছায়াছবির নাম ‘রত্নগর্ভা মা’, যদিও আজও মুক্তি পায়নি সিনেমাটি। সে হিসেবে তার অভিনীত ‘পিতার আসন’ সিনেমাটিকেই মুক্তি আমরা তাঁর প্রথম কাজ হিসেবে ধরে নিতে পারি।
ছবি:অভিনেত্রী নিপুণ।
১১ বছরের পরিক্রমায় অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার। একবার- ‘সাজঘর’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে, অতঃপর ‘চাঁদের মত বউ’ চলচ্চিত্রে অভিনয় করে। সেটাও পেয়েছেন পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে। আজ এ গুণী অভিনেত্রীর জন্মদিন। ‘প্রিয়.কম’এর পক্ষ থেকে তাঁর প্রতি রইল জন্মদিনের শুভেচ্ছা।
ছবি:অভিনেত্রী নিপুণ।
নিপুণ অভিনীত সিনেমাগুলো হচ্ছে- ‘পিতার আসন’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘আমার প্রাণের স্বামী’, ‘বাবার কসম’, ‘মেয়ে অপহরণ’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘বড় ভাই জিন্দাবাদ’, ‘পাওয়ার’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘বড়লোকের জামাই’, ‘কোটি টাকার ফকির’, ‘চাঁদের মত বউ’, ‘শুভ বিবাহ’, ‘রিটার্ন টিকিট’, ‘বন্ধু মায়া লাগাইছে’, ‘বোনের জন্য যুদ্ধ’, ‘ঠেকাও আন্দোলন’, ‘আইন বড় না সন্তান বড়’, ‘মা বড় না বউ বড়’, ‘ভালবাসার শেষ নেই’, ‘অবুঝ বউ’, ‘বড়লোকের দশদিন গরিবের একদিন’, ‘বাপ বড় না শশুর বড়’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘গরিবের মন অনেক বড়’, ‘দুই পুরুষ’, ‘বস নাম্বার ওয়ান’, ‘আদরের জামাই’, ‘মারুফের চ্যালেঞ্জ’, ‘বাজারের কুলি’, ‘তুমি আসবে বলে’, ‘আত্মদান’, ‘হঠাৎ সেদিন’, ‘ঢাকার কিং’, ‘শিউলিমণি’, ‘অন্তর্ধান’, ‘এইতো ভালোবাসা’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’, ‘পদ্মা পাড়ের পার্বতী’, ‘মায়ের মমতা’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘এক কাপ চা’, ‘কাছের শত্রু’, ‘একাত্তরের মা জননী’, ‘স্বর্গ থেকে নরক’, ‘কার্তুজ’, ‘লাভ’, ‘জলরং’, ‘মায়ানগর’, ‘পদ্ম পাতার জল’ , ‘শোভনের স্বাধীনতা’, ‘পরিচয়’, ‘তবুও তুমি আমার’, ‘আপোষহীন’।