বার্তা ডেস্ক :: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা ছিল গত শনিবার। এ পরীক্ষায় দুই প্রার্থীর খাতায় টেম্পারিং করে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক প্রতিনিধি ফাতেমা জোহরা হকের বিরুদ্ধে।বিষয়টি অবহিত করে ভিকারুননিসা অভিভাবক ফোরামের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। জানা গেছে, নম্বর বাড়িয়ে দেওয়ার বিষয়টি ভিকারুননিসার বিভিন্ন শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের দৃষ্টিগোচর হলে কমিয়ে আগের নম্বর দেওয়া হয়। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির পক্ষে এসময় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি প্রতিবেদককে বলেন, খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে অনিয়মের ঘটনা ঘটেছিল। একজন শিক্ষক প্রার্থীর নম্বর বাড়িয়ে দিয়ে সেটি ধরা পড়লে পরে কমিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে শিক্ষক প্রতিনিধি ফাতেমা জোহরা হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন, ঘটনার আংশিক সত্যতা রয়েছে। তবে এ ব্যাপারে পরে কথা বলবেন তিনি।সৌজন্যে : বিডিপ্রতিদিন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn