পতাকা ও জাতীয় সংগীত ছাড়া পাকিস্তানে ‘দাঙ্গাল’ মুক্তি নয়: আমির
প্রখ্যাত অভিনেতা আমির খান অভিনিত ‘দাঙ্গাল’ সিনেমাটি পাকিস্তানে মুক্তি দেয়া নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তান সেন্সরবোর্ডের দাবি, সিনেমা থেকে ভারতের পতাকা ও জাতীয় সংগীত কেটে ফেলতে হবে। কিন্তু এই দাবির বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছেন সিনেমাটির পরিচালক নিতেশ তিওয়ারি ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আমির খান। পাকিস্তান সেন্সরবোর্ডের প্রধান মোবাশ্বির হাসান গণমাধ্যমকে বলেছেন, বোর্ড সর্বসম্মতিক্রমে সিনেমার দুটি দৃশ্য কেটে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আমির খানের মুখপাত্র বলেছেন, ওই দুটি দৃশ্য সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নিতেশ তিওয়ারি পরিচালিত দাঙ্গাল’ সিনেমাটি কুস্তিগির ‘মহাবীর ফোগাতের’ বাস্তব জীবন অবলম্বনে নির্মিত হতে চলেছে। এই কুস্তিগিরের দুই কন্যা গীতা এবং ববিতাও ভারতের নারী কুস্তিগিরদের মধ্যে অন্যতম।