নিজিস্ব প্রতিবেদক : “আমি আবাদি না” পরিকল্পণা মন্ত্রীর এমন সামাজিক ঘৃনা ছড়ানো ( social hatred) মূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। তিনি বলেন,নিজেকে সিলেটী বলে জাহির করে আমাদের পরিকল্পনা মন্ত্রী নাকি গত ২১ অক্টোবর বৃহস্পতিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রদত্ত বক্তিতায় “আমি আবাদি না”বলে সামাজিক ঘৃনা ছড়ানো ও উস্কানীমূলক বক্তব্য রেখে সম্প্রদায়গত ,হিংসা ও বিদ্বেষ ছড়িয়েছেন। যেই মুহুর্তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক উস্কানীর বিরুদ্ধে দেশব্যাপী সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই মুহুর্তে পরিকল্পনা মন্ত্রীর মুখে এমন বক্তব্য সরকারের বিরুদ্ধে একটি উস্কানীমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। আমি তার এহেন বিদ্ধেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ ধরনের জগন্য বক্তব্য প্রত্যাহার করার জন্য তার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের হাজীপাড়া আবাসিক এলাকার বাসভবনে এ প্রতিবেদকের সাথে এক সৌজন্য সাক্ষাতে আলহাজ্ব মতিউর রহমান বলেন,নিজে ঘর করছেন ননসিলেটী নিয়ে আর ফতুয়া দিচ্ছেন ননসিলেটীদের বিরুদ্ধে এর আসল উদ্দেশ্যটা কি তা মন্ত্রীকে স্পষ্ট করতে হবে। তিনি বলেন, সিলেটে অতীতে একজন রাজনীতিবিদ এ ধরনের সাম্প্রদায়িক উস্কানীমূলক বক্তব্য দিয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছেন। পরিকল্পনামন্ত্রীও কি সেই পথেই হাটছেন। আলহাজ্ব মতিউর রহমান পরিকল্পনা মন্ত্রীর ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ টি পড়া হয়েছে :
১৪৭ বার