‘পরীক্ষার প্রশ্ন ফাঁস এক ভয়ঙ্কর দুর্নীতি’-ড.জাফর ইকবাল
পরীক্ষার প্রশ্ন ফাঁস এক প্রকারের ভয়ঙ্কর দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। ছাত্র-ছাত্রীদের এই দুর্নীতি যাতে স্পর্শ না করে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের আয়োজিত বিতর্ক, কার্টুন, রচনা ও পোস্টার প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরীক্ষার প্রশ্ন ফাঁস এক প্রকারের ভয়ঙ্কর দুর্নীতি। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সৎ পথে থাকলে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে। কিন্তু অসৎ পথে থাকলে কেঁচো, ইঁদুরের মতো মাথা গুঁজে থাকতে হবে।
জাফর ইকবাল বলেন, ভালো মানুষ ও খারাপ মানুষের পার্থক্য কৃত্রিম। সব মানুষই ভালো কেবল পারিপাশ্বিক পরিবেশের কারণেই মানুষ খারাপ হয়। বর্তমানে পৃথিবীর অনেক দেশেই জেলখানা তুলে দেওয়া হচ্ছে। কারণ অপরাধী পাওয়া যাচ্ছে না। আমাদের দেশেও একদিন জেলখানা থাকবে না। কেউ অপরাধ করবে না।
তিনি বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন অপরাধীদের ধরে যেমন জেলখানায় ঢুকাচ্ছে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম যাতে অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়েও কাজ করছে। এজন্য কমিশন বিভিন্ন সুবচন সংবলিত খাতা, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। আসলে কমিশন ভবিষ্যৎ প্রজন্মকে খাঁটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুর্নীতি দমন ও ভবিষ্যৎ প্রজন্মকে সৎ পথে পরিচালিত করার যে চেষ্টা দুদক করছে তা প্রশংসনীয়।
বই পড়াকে উৎসাহিত করে তিনি বলেন, জ্ঞানী-গুণীদের লেখা বই পড়লে, কেউ অন্যায় কাজ করতে পারেনা। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই দেশে ভবিষ্যতে অবশ্যই কোনো দুর্নীতি থাকবে না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমার সবাই যদি দুর্নীতির বিরুদ্ধে জাগি, তাহলে জাতি অবশ্যই দুর্নীতিমুক্ত হবে। আমাদের সম্পদ হলো আগামী প্রজন্ম, তাই আমরা তাদের নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করছি। এরাই হবে আমাদের ভবিষ্যৎ জনসম্পদ। কিন্তু প্রশ্নফাঁসের পরীক্ষা তাদেরকে আপদে পরিণত করতে পারে।
তিনি বলেন, পড়া-শুনার মাধ্যমে জ্ঞানার্জন করতে হবে। পেশিশক্তি কোনো শক্তি নয়, জ্ঞানই শক্তি। এর কোনো বিকল্প নেই। সমাজে শক্তিমানরাই টিকে থাকে দুর্বলরা বাঁচতে পারে না। তাই শক্তি অর্জন করতে হবে। এই শক্তি অর্জন করতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিপরায়ণরাই এই দেশের কলঙ্ক। ত্রিশ লক্ষ শহিদ ও প্রায় তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই মহান দেশে দুর্নীতির কলঙ্ক আমার রাখতে চাই না। দুর্নীতি করলে একদিন না একদিন জবাবদিহি করতেই হবে। পরিবেশ-পারস্থিতি এমন হবে কেউই ছাড় পাবেন না। আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ, এ এফএম আমিনুল ইসলাম, সচিব আবু মোঃ মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন, সাভার মডেল কলেজের ছাত্রী মুসলিমা আক্তার দিনা, রাজশাহী কলেজের ছাত্রী ওয়াহিদা মাহজাবীন, খুলনা জিলা স্কুলের ছাত্র ইয়াছিন আরাফাত লিমন, দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার প্রমুখ।