বাংলা সাহিত্যে কবি জসীম উদদীন এক অনন্য প্রতিভা। আমাদের গ্রামকে জানতে হলে তাকে জানতে হবে। তিনি আধুনিক ও সব্যসাচী লেখক ছিলেন। তার প্রতিটি কাব্যে মানুষের জীবনের সুখ দু:খ, আনন্দ বেদনা, প্রেম-বিরহ জীবনচিত্র ফুটে ওঠেছে। জসীম উদদীনের সাহিত্যে পল্লীর মানুষের দু:খ-বেদনাকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যে পল্লী কবি জসীম উদদীনের অবদান অনস্বীকার্য।
সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে কবি জসীম উদদীন এর স্মরণ সভা আলোচনাকালে প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সিলেট মোবাইল পাঠাগার ৬৩৮ তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন এডভোকেট মো: আব্দুল মালিক। কবি জসীম উদ্দীনের জীবন ও কর্ম নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন হুসাইন মুহাম্মদ ফাহিম। সভায় আলোচনায় অংশ নেন, প্রবীণ ক্রীড়া সাংবাদিক আলী আশরাফ চৌধুরী খালেদ, কবি এখলাসুর রহমান, কলামিস্ট মো: আব্দুল হক, লিটল ম্যাগ পলিমাটি সম্পাদক কবি বাশীরুল আমিন ও কবি মাহফুজ জোহা।

সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় ফতহুল করিম হাসান’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি সরওয়ার ফারুকী, বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক মো: সাজ্জাদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার জয়নাল আবেদিন বেগ, কবি আমিনা শহিদ চৌধুরী মান্না, ছড়াকার সৈয়দ মুক্তাদা হামিদ, সৈয়দ আছলাম হোসেন, সারেক আহমদ চৌধুরী, নুরুল গনি, সাজন আহমদ সাজু, মুয়াজ বীন এনাম, সাদিক হোসেন এপলু ও আব্দুল কাইয়ুম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn