পশ্চিমবঙ্গে থাকলে বাংলায় কথা বলতে হবে
বার্তা ডেক্সঃঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলায় (পশ্চিমবঙ্গ) থাকতে গেলে আগে বাংলা শিখতে হবে, বাংলায় কথা বলতে হবে। তারপর অন্য ভাষা।’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বহিরাগত’রা এখন এ রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে। সেই সূত্র ধরেই গত শুক্রবার মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি বিহারে বা উত্তর প্রদেশে গেলে হিন্দি বলি। পঞ্জাবে গেলে পাঞ্জাবি ভাষায় বলি কয়েক লাইন। তামিলনাড়ুটা শুধু জানি না। তবু ‘ভানাক্কম’টা (নমস্কার) জানি। বাংলায় থাকতে হলে বাংলাটাও শিখতে হবে। তারপর অন্য ভাষা।” পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়ায় তৃণমূলের কর্মী সভার মঞ্চ থেকে গত শুক্রবার তিনি এসব কথা বলেন। বাংলাকে কিছুতেই গুজরাট হতে দেবেন না—গত শুক্রবার এই আবেদন আবারও জানিয়েছেন মমতা। তবে একই সঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েছেন, ‘এর মানে গুজরাটের সব মানুষ খারাপ, এ রকম ধরে নেওয়া ঠিক নয়। কিন্তু কেউ যদি বলেন গান্ধীজি আর অমিত শাহ এক, তাহলে কিন্তু মানব না। দেশ স্বাধীন হওয়ার দিন গান্ধীজি এই কলকাতার বেলেঘাটায় অনশন করেছিলেন দাঙ্গা ঠেকানোর জন্য।’ বিজেপির নেতারা বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীদের টাকা দিচ্ছেন বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূল কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, ‘পাপের বোঝা আপনারা কেন বহন করবেন? সংসার নিয়ে শান্তিতে থাকুন।’ সূত্র : আনন্দবাজার।