পাকিস্তানে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে ছাত্র হত্যাকারীর ফাঁসির রায়
মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক ছাত্রকে হত্যা করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। আরো পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। খবর বিবিসি’র। মামলায় আসামীদের ২৫ জনকে বিভিন্ন মেয়াদ কারাদণ্ড দেয়া হয়েছে। তবে ২৬ জন খালাস পান। ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকশ ছাত্র মাশাল খানকে ইসলাম অবমাননার অভিযোগে তার ছাত্রাবাস থেকে টেনে হিঁচড়ে নামিয়ে এনে নৃশংসভাবে পেটায় এবং পরে গুলি করে হত্যা করে। সেসময় খবর বের হয় যে, মাশাল খান বিভিন্ন সময়ে ‘ইসলাম বিরোধী’ মনোভাব প্রকাশ করতো এবং হত্যাকাণ্ডের কিছুদিন আগে এক ধর্ম নিয়ে বিরাট তর্কে জড়িয়ে পড়েছিল। নিরাপত্তার ভয়ে মামলাটির বিচারকার্য একটি কারাগারের ভেতরে হয়েছে। বুধবার রায়ের দিন হরিপুর কেন্দ্রীর কারাগারের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয় এবং কয়েকশ পুলিশ মোতায়েন করা হয়। বিবিসি।