পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ ছাত্রসহ নিহত ১৫
পাকিস্তানের পেশোয়ারে কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের গোলাগুলিতে চার অস্ত্রধারীসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এ সংঘাতে আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন অনলাইন ও আলজাজিরা। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে পেশোয়ারের কৃষি গবেষণা ইনস্টিটিউটসংলগ্ন একটি হোস্টেলে ঢুকে পড়েন ‘তেহরিক-ই- তালেবান পাকিস্তানের’ সদস্যরা। সন্ত্রাসীদের হামলায় ১১ ছাত্র নিহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর হামলায় ৪ অস্ত্রধরী নিহত হয়। পুলিশের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকালে বোরকার আড়ালে ছদ্মবেশে ইনস্টিটিউটে প্রবেশ করে বন্দুকধারীরা। তাদের উপস্থিতি টের পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ সময় পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে বেশ কয়েক দফা গুলিবিনিময় হয় অস্ত্রধারীদের। বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দও শোনা গেছে। হামলাকারীদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ ছাত্র। ১২ই রবিউল আউয়ালের ছুটির কারণে কৃষি বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় প্রাণহানির পরিমাণ কম হয়েছে বলে জানিয়েছেন পেশোয়ার পুলিশপ্রধান তাহির খান। এরই মধ্যে হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-তালেবান।