পাগলায় স্কুল শিক্ষার্থী শাহানুর হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
বিক্ষোভ প্রত্যাহার কালে ছাত্রছাত্রীরা বলেন, শাহানুর একজন নিরীহ দরিদ্র পরিবারের ছেলে। দু’পক্ষের সংঘর্ষ চলাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের এলোপাথাড়ি কুপ ও ছুরিকাঘাতে সে নিহত হয়েছে। তার হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এসময় নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সাবেক পশ্চিম পাগলা ইউপির সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আরব আলী, শহিদুল ইসলাম, নাসির আলী প্রমুখ। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, নিহত শাহানুর একজন স্কুলছাত্র। তার হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এ হত্যায় এখনো কোনো মামলা হয় নি। আপনারা আসামীদের নাম উল্লেখ করে মামলা করুন। আমরা আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসবো। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন বলেন, নিহত স্কুলছাত্র শাহানুরের হত্যায় আমরা মর্মাহত। পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করতে সবরকম পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন বলে জানান উপজেলা ভাইস চেয়ারম্যান। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, আপনাদের দাবি যৌক্তিক। আপনারা থানায় মামলা করুন। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য গত ২০ জুন দুপক্ষের সংঘর্ষ চলাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র শাহানুর নিহত হয়। এ হত্যায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে। পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।