পানির সংকটে ঢাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে পানির সংকট তীব্র আকার ধারণ করায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা ভিসির বাসভনের সামনে অবস্থান নেয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় লাইব্রেরির পেছন গেট থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলা হয়ে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা ভিসি চত্বর মোড় অবরোধ করে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ঘটনাস্থলে আসনে। এসময় তার কাছে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায় ২ বছর যাবত লাইব্রেরিতে পানির সমস্যা। বেশিরভাগ সময় পানি থাকে না। বাথরুম পরিষ্কার করা হয় না। সকালে আধা ঘণ্টা পানি থাকে তো সারাদিন থাকে না। এতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে তারা। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ সময় প্রক্টর শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সহমত পোষণ করে ভিসির সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। এরপর উপাচার্যের বাসায় গিয়ে দাবির বিষয়ে কথা বলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। তাদেরকে ভিসি জানান, আজকে থেকে পানির কোনো সমস্যা হবে না। তিনি শিক্ষার্থীদের দাবি নিয়ে একটি স্মারকলিপি দিতে বলেন। দাবি পূরণের আশ্বাসও দেন তিনি। আন্দোলনে অংশ নেওয়া মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, গরমের সময় যারা দীর্ঘক্ষণ আমরা যারা লাইব্রেরিতে থাকি, পানির অভাবে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।