পাসের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট
চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে এবার সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। আর সব থেকে এগিয়ে রাজশাহী। এদিকে সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। রোববার (৬ মে) সকালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বোর্ডের পাসের হার ৮১.৪৮ শতাংশ, তৃতীয় কুমিল্লা বোর্ডে পাসের হার ৮০.৪০ শতাংশ, চতুর্থ দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭.৬২ শতাংশ, পঞ্চম বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ .১১ শতাংশ, ষষ্ঠ যশোর বোর্ডে পাসের হার ৭৬.৬৪ শতাংশ ও সপ্তম চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৫ .৫০ শতাংশ। আর পিছিয়ে থাকা সিলেট বোর্ডে পাসের হার ৭০.৪২ শতাংশ এবং এগিয়ে থাকা রাজশাহী বোর্ডের পাসের হার ৮৬.০৭ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ । কারিগরি বোর্ডে (ভোকেশনাল) পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ।