পুরস্কার পেলেন হাওরবাসীর ৩৩ ‘ডাক্তার আপা’
সুনামগঞ্জ : সুনামগঞ্জে ৩৩ জন পিসিএসবিকে (প্রাইভেট কমিউনিটি সার্ভিস বার্থ এটেন্ডেডেট) পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে এফআইভিডিবি’র মিলনায়তনে কেয়ার জিএসকে’র উদ্যোগে পিসিএসবি(ডাক্তার আপাদের) এ পুরস্কার প্রদান করা হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোশ দাশের সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। কেয়ার জিএসকে’র টেকনিকেল কো-অর্ডিনেটর শহীদুল্লাহ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাবেরা আক্তার, কেয়ার ইন্টারন্যাশনাল ইউকে’র হেড অব ফান্ডিং এ- পার্টনারশিপ শবনম আমিনী, সিনিয়র একাউন্টস হেলথ কেইট লুইস বারউইস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেয়ার জিএসকে’র সুনামগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার শঙ্কুরাজ মজুমদার। অনুষ্ঠান শেষে জেলার ১১ উপজেলার ৩৩ জন পিসিএসবি (স্থানীয়রা যাদের ডাক্তার আপা নামে জানে) পিসিএসবির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। কেয়ার জিএসকে’র সুনামগঞ্জ জেলা ফাইন্যান্স এ- এডমিনিস্ট্রেটিভ অফিসার মো. শাহ আক্তারুজ্জামান জানান, সুনামগঞ্জের ১১টি উপজেলায় ৩০০জন পিসিএসবি কাজ করেন। তিনি আরো বলেন, সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় পিসিএসবি’র সদস্যরা প্রসূতি মায়ের স্বাস্থ্য চিকিৎসা এবং প্রসূতিদের চিকিৎসকের কাছে পাঠানোর পরামর্শ দেন। তাদের কাজের মূল্যায়ন হিসেবে ৩৩জন পিসিএসবিকে পুরস্কৃত করা হয়েছে।