প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ঈদবাজারে জমজমাট ভাব নেই
লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা সুনামগঞ্জ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজার সাথে আলাপ হলে তিনি বলেন, লন্ডন আর আগের লন্ডন নেই। শান্তির দেশে অশান্তির পায়তারা করছে একটি কু-চক্রি মহল, দলমত নির্বিশেষে বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। গরীব অসহায় মানুষের পাশে দাড়াঁতে হবে। এদিকে প্রতি বছর ১৫ রমজানের পর থেকে জগন্নাথপুর শহরে ঈদ বাজার জমতে শুরু করে, ২০ রমজানের পর ক্রেতাদের উপচেপড়া ভীড় থাকে, এবার ২৬ রমজানেও সেই অবস্থা নেই। এ ব্যাপারে বিপনী বিতান নিউ ঝলকের পরিচালক মোঃ কদ্দুছ মিয়া বলেন বিগত দিনে ২০ রমজানের পর উপচে পড়া ভীড় থাকত, মধ্যরাত পর্যন্ত বেচা-কেনা চলত, দোকানে তিল ধারনের টাই ছিল না। কিন্তু এবার সেই চিত্র নেই। ঈদের আর ২/৩ দিন বাকি সামর্থ্যবান লোকেরা নতুন জামা কাপড় কিনছেন। মোটামোটি বেচাকেনা চলছে বলে তিনি জানান।
শহর ঘুরে দেখা গেছে আল-জান্নাত মার্কেট, আব্দুল মতলিব সুপার মার্কেট, মিলেনিয়াম মার্কেট, আল-আরাফাহ মার্কেট, মিনারা মার্কেট, আসিদ উল্লা মার্কেটসহ বিপনী বিতানগুলোতে অন্য বারের মত উপচেপড়া ভীড় নেই। সালমান ফ্যাশনের স্বত্বাধিকারী, সালমান আহমদ বলেন আলহামদুলিল্লাহ আমার দোকানে ভালই বেচা-কেনা হচ্ছে, শেষ মুহুত্বে সামর্থ্যবান ক্রেতাদের ভীড় বাড়ছে। তবে নলুয়ার হাওর পাড়ের কৃষক পরিবারের মধ্যে ঈদ কেনা কাটায় অনেকটা ভাটা পড়েছে। কৃষক ছিদ্দিক আলী বলেন অকাল বন্যায় হাওড় তলিয়ে যাওয়াতে আমরা ফসল তুলতে পারিনি। ফসল বিক্রি করে কেনা কাটা করতাম, এবার সেই অবস্থা নেই।