বার্তা ডেক্সঃ;সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক পদে নিয়োগ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষকের ২৬ হাজার ৩৬৬টি পদে এবং ৬ হাজার ২১১টি নিয়মিত পদে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জানা গেছে, গত জানুয়ারি মাসে সরকারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষকের ২৬ হাজার ৩৬৬টি পদ সৃজনের অনুমোদন দেয় গণশিক্ষা মন্ত্রণালয়। এ পদগুলোসহ মোট ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে গত ১৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুমোদন দেয়া হয়েছে। জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এসব পদে নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। এতে সভাপতিত্ব করেন গণশিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। সূত্র জানায়, এসব পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সভায় নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পূর্বপশ্চিমবিডি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn