পয়লা বৈশাখে তিন ছবি
‘নির্মম’ ছিল আলমগীর পরিচালিত শেষ ছবি। প্রায় ১৭ বছর পর তিনি ছবি পরিচালনায় ফিরেছেন। তাই শুটিংয়ের শুরু থেকেই ‘একটি সিনেমার গল্প’ নিয়ে দর্শকের আলাদা আগ্রহের বিষয়টি আঁচ করতে পেরেছেন এ নির্মাতা। ছবিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সাবেরী আলম, সাদেক বাচ্চু প্রমুখ।
‘বিজলী’ ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নায়িকা ও প্রযোজক ববি। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে ছবিটির পরিবেশনাও করা হচ্ছে। ববি বলেন, ‘এক শ হলে মুক্তি দেওয়ার ইচ্ছা। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বুকিংয়ের কাজ চলছে।’
‘বিজলী’কে ববি বাংলাদেশের প্রথম সুপারহিরো সিনেমা বলতে চান। তাঁর কথা, ‘বাংলাদেশে এত বড় বাজেটে এই প্রথম ভিন্ন আঙ্গিকে একটি ছবি হলো। যেহেতু আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি বিজলী। তাই এটি ভালোভাবে তৈরির জন্য কোনো রকমের আপস করিনি।’
‘বিজলী’ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এতে অভিনয় করেছেন ববি, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, ভারতের রণবীর, পার্থ প্রমুখ।
‘হৃদয় ছোঁয়া কথা’ ছবিটির ব্যাপারে জানার জন্য ছবির পরিচালক ও প্রযোজক খোরশেদ আলমের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অন্য দুটি ছবির প্রচার-প্রচারণা চলছে, কিন্তু এ ছবিটি নিয়ে প্রচারও খুব একটা দেখা যাচ্ছে না।