ফসলরক্ষা বাঁধের কাজ শুরুর দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের সকল হাওরে অবিলম্বে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন করেছে হাওরবাসী। শুক্রবার বিকালে টাঙ্গুয়া ও শনির হাওর পাড়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, রাজনৈতিক, সচেতন মহল, ও এলাকার শতশত কৃষক যোগ দেন। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচলানায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ সাইদুল কিবরিয়া, ইবনুল সাইদ রানা প্রমুখ। মানববন্ধনে বক্তারা নির্ধারিত সময়ের একমাস অতিক্রম হলেও এখনও হাওরে ৯০ ভাগ ফসলরক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে সকল বাঁধের কাজ দ্রুত শুরু করার জোর দাবি জানান তারা। এ ছাড়াও মানববন্ধনে বেশ কয়েকজন বক্তা পিআইসি গঠনে অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করেন। মানববন্ধন শেষে এসইএল ও আনন্দনিকেতন এর পক্ষ থেকে কিছুসংখ্যক লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।