ফেইসবুক নির্বাচন বিরোধী পোস্ট শেয়ার করায় জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জেল হাজতে
সিটি কর্পোরেশন নির্বাচন বিরোধী অপপ্রচার করার অভিযোগে জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদ (৩৮) কে আটক করেছে পুলিশ। এরপর সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার রাতে উপজেলা সদরের নতুনপাড়ার বাসা থেকে তাঁকে আটক করেন জামালগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমান। মু. রশীদ আহমদের বাড়ি উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দেরনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদ রোববার দুপুরে তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডি দিয়ে নির্বাচন বিরোধী একটি পোস্ট শেয়ার করেন। ‘ঢাকা থেকে সিল মারা ব্যালট আসছে রাজশাহীতে’ শিরোনামে প্রকাশিত একটি অখ্যাত অনলাইন নিউজ শেয়ার করেন তিনি। তাঁর এই শেয়ার করা পোস্টটি আরও ১০ জন শেয়ার করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে ফেইসবুকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদকে আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে আইনশৃংখলা বাহিনীকে বিষয়টি অবগত করা হয়। এরপর রাতেই পুলিশ তাকে বাসা থেকে আটক করে। পরে জামালগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদে নির্বাচন নিয়ে ফেইসবুক শেয়ারের বিষয়টি স্বীকার করেন তিনি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটি পুলিশ জব্দ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করে। কিন্তু তার পক্ষে আদালতে কোন জামিন আবেদন না করায় আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম হাসান আফিন্দী তাপস বলেন, ‘মু. রশীদ আহমদ একজন দায়িত্বশীল নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি সরকারি নানা সুযোগ সুবিধা ভোগ করেন। কিন্তু সিটি নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচনের আগেই ফেইসবুকে অপপ্রচার চালিয়েছেন। বিষয়টি আমরা আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছি। এরপর পুলিশ রাতে তাকে আটক করেছে। ’ জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন,‘ ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডি দিয়ে নির্বাচন ও সরকারি বিরোধী প্রচারণা করেছেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ফেইসবুকে প্রচারের বিষয়টি তিনি স্বীকার করেছেন। ফেইসবুকের জন্য ব্যবহার করা মোবাইলটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা চাওয়া হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’ সুনামগঞ্জ কোর্ট পরিদর্শক শীবেন্দ্র চন্দ্র দাশ বলেন,‘ পুলিশ জামালগঞ্জের ভাইস চেয়ারম্যানকে সোমবার বিকালে আদালতে সোপর্দ করেছে। কিন্তু তার পক্ষে আদালতে জামিন চাওয়া হয়নি, তাই আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।