ফেসবুকে বেগুনি রঙের ফুল কেন জেনে নিন
বেগুনি রঙের একটি ফুল। ‘থ্যাঙ্কফুল’ – ওই ফুলের উপর মাউসের কার্সার রাখলে, এটাই লেখা। অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করা। ফেসবুকের এই নতুন রিঅ্যাকশন স্মাইলি নিশ্চয়ই নেটিজেনদের নজরে এসেছে। অনেকেই এই স্মাইলি ব্যবহারও করেছেন। কিন্তু, অধিকাংশই জানেন না, কেন হঠাৎ করে ‘থ্যাঙ্কফুল’ স্মাইলি দিয়েছে ফেসবুক! আসলে এই প্রথম নয়। গত বছরও একই সময়ে থ্যাঙ্কফুল স্মাইলি এনেছিল ফেসবুক। আন্তর্জাতিক মাতৃদিবস বা মাদার্স ডে উদযাপনেই এই স্মাইলির আবিষ্কার করেছে ফেসবুক। আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপন করতেই থ্যাঙ্কফুল রিঅ্যাকশন এনেছে ফেসবুক। আগামী রোববারের পরই আর থাকবে না এই থ্যাঙ্কফুল রিঅ্যাকশন। প্রসঙ্গত, ব্রিটেনে ফেসবুকে দেখা যাচ্ছে না এই রিঅ্যাকশন। কারণ, গত মার্চেই মাতৃদিবস পালন হয়েছে রানির দেশে।