বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ছবি ‘বিধাতা’
bartaadmin
জানুয়ারি ২৯, ২০২১
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ছবি ‘বিধাতা’২০২১-০১-৩০T০২:০০:৩৯+০০:০০
বিনোদন, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত
চতুর্থ সিনেমার ঘোষণা দিলেন চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় রাতে আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। সে ঘটনায় ক্ষুব্ধ হয়েছিল পুরো দেশ। আর ঘটনার প্রতিবাদে রফিক সিকদার বানাচ্ছেন ‘বিধাতা’নামের একটি চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন ও নবাগতা আইরিন আজাদ। বর্তমানে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী এপ্রিল বা মে মাস নাগাদ এর শুটিং শুরু হবে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন রফিক সিকদার।
ছবির গল্পে দেখা যাবে ছবির নায়ক একজন ভাস্কর। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য বানান। রাষ্ট্রক্ষমতায় তখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। একদল ধর্মান্ধ মানুষ তার সেই ভাস্কর্য নির্মাণে বাঁধা হয়ে দাঁড়ায়। তারা ভাস্কর্যটি ভেঙে ফেলতে চায়। কিন্তু ভাস্করের বাঁধার কারণে ভাস্কর্যটি তারা ভাঙতে পারে না। এর বদলা হিসেবে এক সময় তাকে একটি ধংসাত্মক গ্রেনেড হামলার মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় ছেলেটি। এ সময় ছবির নায়িকা ও তার ছোট বোনের জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ছেলেটা যখন জেল থেকে ছাড়া পায় ততোদিনে তার মাথার কালো চুলগুলোর অর্ধেক পেকে গেছে। কেটে গেছে ২০টি বছর। ছেলেটির কাঁচা চুল ও জীবন থেকে কেড়ে নেয়া এই বিশটি বছর ফিরিয়ে দেয়ার সাধ্য কার? এভাবে সিনেমার গল্পটি এগিয়ে যাবে।
রফিক সিকদার বলেন, ‘বিধাতা’ চলচ্চিত্রে দেখাতে চাই ঘুনে ধরা সমাজে বসবাসকারী কিছু ধর্মান্ধের আস্ফালন। পবিত্র ইসলাম ধর্মের উদারতা ও ধর্মটির সঠিক তত্ত্ব না জানা কিছু ধর্মান্ধ মানুষের ধর্মান্ধতার নিদারুণ চিত্রসমূহগুলোই এই চলচ্চিত্রটির উপজীব্য বিষয়। অসাম্প্রদায়িক চেতনা লালনকারী প্রগতিশীল চিন্তাশীল কোনো নিরপরাধ তরুণের জীবন যদি কিছু চরমপন্থা অবলম্বনকারী ধর্মান্ধের কারণে ধ্বংস হয়ে যায় তাহলে এই দায় কার? অবশ্যই এর দায় ধর্মের নয়; ধর্মান্ধতার। ধর্মান্ধতা ও ধর্মভীরুতা যে এক জিনিস নয় সেটাই আমি এই সিনেমার মাধ্যমে তাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবে।
সংবাদ টি পড়া হয়েছে :
৭৯ বার