বঙ্গবন্ধু শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন : এমপি মানিক
ছাতক দোয়ারাবাজার আসনের এমপি মহিবুর রহমান মানিক বলেছেন- ভয়াবহ দুর্যোগের সময় বর্তমান সরকার জনগণের পাশে রয়েছে। হাওরাঞ্চলের কৃষকদের জন্য বিনামূল্যে সার, বীজ ও খাদ্য সরবরাহ করছে। দুর্গত এলাকায় এসে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষকদের দুর্দশা দেখেছেন। কৃষকদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেন- দেশ স্বাধীনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মহান মে দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন। তিনিই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। সোমবার (০১ মে) বিকালে মহান মে দিবস উদযাপন উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার মহব্বতপুর বাজারে সুরমা ইমারত নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।সমাবেশে প্রধান বক্তা ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক। সংগঠনের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও আং মুকিত এবং করম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ইমারত নির্মাণ কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান গাজী, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, ফরিদ উদ্দিন আহমদ মাস্টার, অ্যাড ছাইদুর রহমান তালুকদার।
উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, শাহজাহান মাস্টার, আহমদ আলী আপন, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ইউপি সদস্য তাজির উদ্দিন প্রমুখ। এর আগে সংসদ সদস্য সমুজ আলী স্কুল ও কলেজের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও বোগুলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।