বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছে : নাদের বখত
সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে নসাৎ করতে ও পাকিস্তানের মানচিত্রের সাথে আবার এদেশকে মিলিত করতে পাকিস্তানি দোসররা ষড়যন্ত্রে মেতে উঠে। জাতিকে নেতৃত্ব শূন্য করতে ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। ন্যাক্কারজনক এই হত্যাকান্ডের প্রতিবাদ করায় জাতীয় চার নেতাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে পাকিস্তানের দোসররা। আজও এই চক্র স্বক্রিয় রয়েছে। জাতির জনকের কন্যা শেখ হাসিনাতে হত্যা করতে বার বার হামলা করা হয়েছে। এই চক্রের বিরুদ্ধে সোচ্চার হতে সকলকে আহ্বান জানান মেয়র।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পৌসভার কার্যালয়ে ৩ রা জেলহত্যা দিবস উপলক্ষে আয়েজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অ্যাড. রইস উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা অ্যাড.আলী আমজদ জেলা আইনজীবীর সাবেক সভাপতি অ্যাড. চান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম সেপু, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. আলমনূর হীরা, জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল চৌধুরী, পৌরসভার প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ সভাপতি ঝন্টু তালুকদার ডা. সৈকত দাস, অ্যাড. প্রদ্বীপ আচার্য্য, মৃণাল কান্তি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুললেইছ রিজেন, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম কয়েস, বিজয়নন্দী বিকু, শাহরিয়ার আহমেদ রিগেন প্রমুখ। দোয়াপরিচালনা করেন হাজী লিয়াকত ।