‘এসো মিলি সম্প্রীতির বন্ধনে’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বন্ধন থিয়েটারের  ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায়  একাডেমির হাসন রাজা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ  হয়েছে।   অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ নাট্য আন্দোলনের অসামান্য অবদানের স্বীকৃতি স্বারূপ  আ.ত.ম সালেহ, রমেন্দ্র ভট্রাচার্য্য, শাহ্ মোহাম্মদ আবু নাসের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর  মঞ্চস্থ মো.জালাল উদ্দিন রুমি ’র নাটক ‘পঞ্চবৃক্ষ’ ও ‘পঞ্চশীলা’। এ সময়  উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা উদীচীর সভাপতি শীলা রায় , হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক  অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু,  লেখক সুখেন্দ সেন, হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চেীধুরী,    জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বন্ধন থিয়েটারের উপদেষ্টা দেবদাস চেীধুরী রঞ্জন,  জেলা শিল্পকলা একাডেমির  কালচারাল অফিসার আহমেদ মনঞ্জুরুল হক চেীধুরী পাবেল প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn