বন্যার্তদের মধ্যে ২১ লাখ ৩২ হাজার টাকার অর্থ সহায়তা
বার্তা ডেক্সঃ বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের মধ্যে ইউনাইটেড মেথডিষ্ট কমিটি অন্ রিলিরের অর্থায়নে তাহিরপুরে ৫৩৩টি পরিবারের সদস্যদের মধ্যে সোমবার ২১ লাখ ৩২ হাজার টাকা শর্তহীন নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।’ জানা গেছে, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে উপজেলার বাদাঘাট উওর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা শেষে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন প্রধান অতিথি হিসাবে বন্যাকবলিত পরিবারের সদস্যদের মধ্যে নগদ ৪ হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মো. হাবীবুল্লাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, তাহিরপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খাঁ, ওসি শ্রী নন্দন কান্তি ধর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর , পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, সিলেট রিপোটার্স ক্লাবের মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং সিলেট বিভাগ গণদাবী পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, উপজেলা যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, মুসলিম এইড তাহিরপুর শাখার ফিল্ড কো- অর্ডিেেনটর মো. আল-আমিন, সিএম মো. আবুবক্কর, জাহিদুল ইসলাম, সামছুর রহমান, আসাদুজ্জামান, হাফিজুর রহমান, ইউপি সদস্য মনির উদ্দিন, জাকির হোসেন,শের আলী, মফিজ উদ্দিন, শামসুল হক শিকদার সহ উপজেলার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।