বাংলাদেশের বিপক্ষে ভারতের দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। টেস্ট দলে পরিবর্তন না আনলেও টি-টোয়েন্টি দলে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সানজু স্যামসন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। তিন ম্যাচের ওই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টেস্টে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে কোনও পরিবর্তন আনেনি ভারত। কুলদীপ যাদবের ইনজুরির কারণে দলে ঢুকেছিলেন শাহবাজ নাদিম। তিনি কুলদীপকে জায়গা করে নিতে দল থেকে বাদ পড়েছেন।
ভারতের টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান শাহা, রবিন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল, ঋষভ পান্ত।
ভারতের টি-টোয়েন্টি দল
রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, কেএল রাহুল, সানজু স্যামসন, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দিপক চাহার, খলিল আহমেদ, শিবরাম দুবে, শার্দুল ঠাকুর।