বাংলা ভাষার জন্য চালু হলো গুগল সার্চের ‘নলেজ গ্রাফ’

সার্চ জায়ান্ট গুগল বুধবার এক ঘোষণায় জানিয়েছে, তাদের গুগল সার্চে বাংলা ভাষাভাষীদের আরও উন্নত অনুসন্ধান অভিজ্ঞতা দিতে নলেজ গ্রাফ চালু করেছে। এছাড়াও গুগল অনুসন্ধানে এখন থেকে বাংলা জিজ্ঞাসার জন্য বানান সংশোধন সমর্থন করবে বলেও জানিয়েছে।  নলেজ সার্চ ব্যবহারকারীদের বস্তু, মানুষ এবং স্থানের সর্বাধিক তথ্য দেয়। গুগল নলেজ গ্রাফ এর মাধ্যমে গুগল বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি নিদির্ষ্ট অংশে প্রদর্শন করে যাতে ব্যবহারকারীরা মূল তথ্য সমূহ সার্চের মাধ্যমেই পেয়ে যায়। সার্চ ইঞ্জিন মার্কেটারদের জন্য সার্চ র‌্যাংকিং এবং ক্লিক রেট বৃদ্ধি করার জন্য অন্যতম উপায় এটি । অনেকে অবশ্য এটিকে নেতিবাচক ভাবে দেখেন কারণ অধিকাংশ তথ্য গুগল প্রদর্শন করার ফলে ব্যবহারকারী অনেক সময় সাইটে প্রবেশ করে না।  গুগল আস্তে আস্তে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য বাংলা ভাষার এই নলেজ গ্রাফ চালু করা হবে। আর এই আপডেট ২০০ মিলিয়নেরও বেশি বাংলা ভাষাভাষীর গুগল অনুসন্ধানকে আরও সহজ করবে বলে গুগল এক বিবৃতিতে জানিয়েছে। প্রসঙ্গত গুগলের নলেজ গ্রাফ বর্তমানে ৪১টি ভাষায় রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করবেন যেভাবে

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করবেন যেভাবে

ফেসবুক প্রোফাইল থেকে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

ফেসবুক প্রোফাইল থেকে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ: বিটিআরসি চেয়ারম্যান

দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ: বিটিআরসি চেয়ারম্যান