বাকৃবিতে সুলতানার ম্যুরাল উন্মোচন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসিক সুলাতানা রাজিয়া হলে ‘সুলতানা রাজিয়া’র ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হলের প্রধান ফটকে ম্যুরাল উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। এসময় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদার (এনডিসি), ভারপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের হাউজ টিউটর জেনারেল ড. একেএম মমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকার, প্রভোস্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, হলের সাবেক ছাত্রী ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিনা পারভিন বানু প্রমুখ। পরে হলের সাবেক ও বর্তমান কৃতি ছাত্রীদের উপহার দিয়ে সম্মানিত করা হয়। হলের সাবেক ছাত্রী হিসেবে ড. নমিতা হালদারকেও প্রশাসনে পক্ষ থেকে উপহার তুলে দেয়া হয় হল। পরে বার্ষিক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক ছাত্রী হল।