বাজেট বাস্তবায়ন খুবই কঠিন হবে: মুহিত
সু,বার্তা ডেস্ক :: বিগত টানা দশ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। স্বেচ্ছায় মন্ত্রীত্ব ছাড়লেও ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রত্যক্ষ করতে বৃহস্পতিবার জাতীয় সংসদে যান মুহিত। দর্শক গ্যালারীতে বসে পুরো বাজেট বক্তব্য শুনেন তিনি। বাজেট পেশের পর এক প্রতিক্রিয়ায় সাবেক অর্থমন্ত্রী মুহিত বলেন- ২০১৯-২০ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। কারণ ঠিকমত মানুষ ট্যাক্স দিতে চায় না। যদি আমাদের দেশে লোয়েস্ট টেক্স পেয়ার পরিবর্তন করা যায় তবে বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে। এর আগে বাজেট অধিবেশনে অংশ নিতে বিকাল ৩টা ৩৮ মিনিটে হুইল চেয়ারে করে সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।