ঢাকা: বিএনপির রূপকল্প ‘ভিশন ২০৩০’ মেধাহীন প্রলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১০ মে) সন্ধ্যায় ধানমিন্ডর দলীয় কার্যালয়ে বিএনপির ‘ভিশন ২০৩০’ এর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভিশন ২০৩০ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন। এই বেলুন অচিরেই চুপসে যাবে। এটি জাতির সঙ্গে একটি তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয় তিনি বলেন, খালেদা জিয়া ভিশন ২০৩০’তে যা তুলে ধরেছেন আওয়ামী লীগ রূপকল্প ২০২১ এ তা অনেক আগেই উল্লেখ করেছে। বর্তমানে সেগুলো বাস্তবায়িত হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির রূপকল্প জঙ্গিদের পৃষ্টপোষকতার জন্য। তাদের ভিশন যুদ্ধাপরাধীদের রক্ষা করার ভিশন। সংবাদ সম্মেলনে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মৃণাল কান্তি দাস, আফজাল হোসেন, শামসুন্নাহার চাঁপা, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, মারুফা আক্তার পপি, আনোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn