বিজয় দিবস বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিজয় দিবস উপলক্ষে জেলা পর্যায়ে আন্তঃস্কুল-কলেজ বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। স্কুল পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয়েছে পাগলা উচ্চ বিদ্যালয়। এ দু’দলের মধ্যে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘একাত্তরের যুদ্ধ এখনো চলছে’। কলেজ পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন হয় দিরাই ডিগ্রী কলেজ ও রানারআপ হয় মেরুয়াখলা ফাজিল মাদ্রাসা। সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিমুল এহসান খান, মোঃ শাকিল আহমেদ, মিল্টন চন্দ্র পাল, ফারজানা আক্তার ববী, আখতার জাহান সাথী, সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির সহসভাপতি তাওসিফ মোনাওয়ার, মাসুদ আহমেদ অপু, সাধারণ সম্পাদক সোহানুর রহমান ও মিনহা আক্তার নিপু। আগামী ৩১ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।